বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের মেরুকরণ ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রধান সমন্বয়কসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

নবীন নেতৃত্বের বিএনপিতে অভিষেক

যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

  • ফারহান ফুয়াদ তুহিন: জেলা প্রধান সমন্বয়ক ও মুখপাত্র।

  • আরাফাত রহমান তালুকদার ও নাহিম আহম্মেদ নিলয়: সিনিয়র সংগঠক।

  • মনিবুল ইসলাম: সিনিয়র যুগ্ম সদস্য সচিব।

  • আশিকুর রহমান আশিক: সমন্বয়ক।

শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

‘গুজব ও প্রোপাগান্ডা’র জবাব: ডা. প্রিয়াঙ্কা

যোগদান অনুষ্ঠানে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “ফেসবুকে বিএনপিকে নিয়ে যে ধরনের নেতিবাচক প্রোপাগান্ডা চালানো হচ্ছিল, আজকের এই গণযোগদান তার দাঁতভাঙা জবাব। ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে বিএনপির পরিবারের সদস্যরাই সবচেয়ে বেশি শহীদ হয়েছে। ছাত্ররা বিএনপির আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়েই আজ ধানের শীষের পতাকাতলে এসেছে।”

৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

যোগদান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, “আমরা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম। কিন্তু দেশ গড়ার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ আমাদের আকৃষ্ট করেছে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমরা আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে শামিল হয়েছি।”

সাংগঠনিক শক্তি বৃদ্ধি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেরপুর-১ আসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বড় অংশের বিএনপিতে যোগ দেওয়া নির্বাচনের সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারাও এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হলো।

আরও দেখুন

মনিরামপুরে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে- শহীদ ইকবাল হোসেন

উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য …