নিউইয়র্কে নিরাপত্তায় নজির গড়ে Vision Zero Award অর্জন করলেন দুই বাংলাদেশি ক্যাপ্টেন!

আমেরিকা বাংলা ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশি–আমেরিকান সম্প্রদায়ের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন NYPD–র দুই কর্মকর্তা—৬২তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ইসলাম এবং ১১২তম প্রিসিঙ্কটের এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন আলম। তারা পরিবহন বিভাগের চীফের কাছ থেকে মর্যাদাপূর্ণ Vision Zero Award অর্জন করেছেন। এই পুরস্কার সাধারণত সেইসব কমান্ডকে প্রদান করা হয়, যারা পথনিরাপত্তা নিশ্চিত করতে অসাধারণ সাফল্য দেখায়।

২০২৪ সালে তাদের নিজ নিজ প্রিসিঙ্কটে একটি প্রাণহানির ঘটনাও ঘটেনি—যা নিউইয়র্ক সিটির মতো ব্যস্ত ও চ্যালেঞ্জিং পরিবেশে একটি উল্লেখযোগ্য অর্জন। সড়ক দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি, সক্রিয় আইন প্রয়োগ এবং টহল কার্যক্রম বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেন। এটি শুধু তাদের ব্যক্তিগত দক্ষতারই প্রতিফলন নয়, বরং অধীনস্ত সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের ফল।

ক্যাপ্টেন ইসলাম ও ক্যাপ্টেন আলম উভয়েই বলেছেন, তাদের টিমের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এমন অর্জন সম্ভব ছিল না। NYPD–র শত শত কর্মকর্তা—যারা প্রতিদিন রাস্তায় টহল দেন, আইন প্রয়োগ করেন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেন—তাদের অবদানই এই পুরস্কারকে বাস্তবে রূপ দিয়েছে।

এদিকে বাংলাদেশি–আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) তাদের সাফল্যে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। তারা জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে জননিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের এই সাফল্য পুরো কমিউনিটির জন্যই সম্মান ও অনুপ্রেরণার। Vision Zero Award তাদের নেতৃত্ব, পেশাদারিত্ব এবং কমিউনিটির প্রতি প্রতিশ্রুতির উজ্জ্বল স্বীকৃতি।

আরও দেখুন

নেতিবাচক জনমত জরিপের ফলে অভিবাসন প্রয়োগ কৌশল বদলাচ্ছে ট্রাম্প প্রশাসন!

ইমা এলিস | নিউইয়র্ক প্রতিনিধি: নেতিবাচক জনমত জরিপের চাপে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) অভিবাসন …