
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইউরোপকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছে। প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, ইউরোপ বর্তমানে “civilisational erasure” বা সভ্যতার বিলোপের ঝুঁকির মুখে রয়েছে। তাদের মতে, ইউরোপে অভিবাসন সংকট, জনসংখ্যাগত পরিবর্তন, এবং সাংস্কৃতিক মূল্যবোধের ক্ষয় মহাদেশটির ঐতিহ্য ও পরিচয়কে হুমকির মুখে ফেলছে।
ট্রাম্প প্রশাসন বলছে, যদি এই প্রবণতা চলতে থাকে তবে ইউরোপ তার ঐতিহাসিক চরিত্র হারাবে। এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য, যা অভিবাসনবিরোধী নীতিকে জোরদার করার কৌশল। ইউরোপীয় নেতারা বিষয়টিকে “অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর” বলে অভিহিত করেছেন।
ট্রাম্প প্রশাসনের অবস্থান: ইউরোপ সাংস্কৃতিক ও জনসংখ্যাগত সংকটে পড়েছে। সমালোচকদের মত: এটি অভিবাসনবিরোধী প্রচারণার অংশ।আন্তর্জাতিক প্রতিক্রিয়া: ইউরোপীয় নেতারা দাবি করছেন, মহাদেশের বহুত্ববাদই তার শক্তি।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।