
ইমা এলিস, নিউ ইয়র্ক: ক্রিসমাস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনা বাড়িয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। সংস্থাটি জানিয়েছে, ডিসেম্বরের শেষ পর্যন্ত CBP Home অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ছাড়লে এখন ৩ হাজার ডলার ‘এক্সিট বোনাস’ দেওয়া হবে—যা আগের তুলনায় তিনগুণ।
ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ জানুয়ারিতে শুরু হওয়ার পর থেকে প্রায় ১৯ লাখ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তিনি অবৈধভাবে অবস্থানরতদের এই সুযোগ কাজে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বেচ্ছায় দেশত্যাগ না করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের শনাক্ত, গ্রেপ্তার এবং বহিষ্কারের ব্যবস্থা নেবে—এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ নাও থাকতে পারে।
ডিএইচএস আরও জানায়, যারা ৩১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন, তারা নিজ দেশে ফেরার জন্য বিনা মূল্যের বিমানভাড়া পাবেন। পাশাপাশি, অবৈধ অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বেসামরিক জরিমানা বা দণ্ড স্বেচ্ছায় দেশত্যাগের ক্ষেত্রে মওকুফ করা হতে পারে। উল্লেখ্য, আগে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ১ হাজার ডলার দেওয়া হতো।
ট্রাম্প প্রশাসন CBP Home অ্যাপকে এমন একটি বিকল্প হিসেবে তুলে ধরছে, যার মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)–এর হেফাজতে না গিয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার সুযোগ পাওয়া যায়। অ্যাপটি আগের CBP One–এর পরিবর্তে চালু হয়েছে। এতে ব্যবহারকারীরা দেশ ছাড়ার ইচ্ছা জানাতে পারেন, প্রস্থানের পর নিশ্চিতকরণ দিতে পারেন এবং সরকারের সঙ্গে নিজেদের অবস্থার অগ্রগতি অনুসরণ করতে পারেন।
ডিএইচএসের ভাষ্য অনুযায়ী, এই স্বেচ্ছা দেশত্যাগ ফিচারটি মূলত তাদের জন্য, যারা অবৈধভাবে দেশে অবস্থান করছেন বা যাদের প্যারোল মেয়াদ শেষ হয়ে গেছে। সরকারের কাছে প্রস্থান জানানোর মাধ্যমে তারা আটক বা দ্রুত বহিষ্কারের মতো কঠোর পরিণতি এড়াতে পারেন।
ডিএইচএস আগে Newsweek–কে জানিয়েছিল, ইতোমধ্যে দশ হাজারের বেশি অভিবাসী CBP Home অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যদিও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।