
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে জানান, তিনি সাবেক হন্ডুরাস প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে পূর্ণ ক্ষমা প্রদান করবেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হার্নান্দেজকে “অত্যন্ত কঠোর ও অন্যায়ভাবে” আচরণ করা হয়েছে।
হার্নান্দেজকে ২০২৪ সালের মার্চে নিউইয়র্কের একটি জুরি আদালত মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করে। তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন কোকেন পাচারের ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে আদালত রায় দেয়। এর ফলে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা হার্নান্দেজকে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একটি সহিংস মাদক পাচার চক্র পরিচালনা করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন প্রবেশে সহায়তা করেছেন।
ট্রাম্পের এই ঘোষণা হন্ডুরাসের আসন্ন জাতীয় নির্বাচনের ঠিক কয়েকদিন আগে এসেছে। তিনি একই সঙ্গে দেশটির ডানপন্থী প্রার্থী নাসরি আসফুরার প্রতি সমর্থন জানিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আসফুরা নির্বাচনে জয়ী না হন, তবে যুক্তরাষ্ট্র হন্ডুরাসকে আর সহায়তা দেবে না।
ট্রাম্পের সিদ্ধান্তকে অনেকেই বিস্ময়কর বলে মনে করছেন, কারণ তিনি নিজেই তার দ্বিতীয় মেয়াদে মাদকবিরোধী কঠোর অবস্থানকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। হার্নান্দেজের ক্ষমা প্রাপ্তি হন্ডুরাসের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আসন্ন নির্বাচনে। আন্তর্জাতিক মহলে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত একজন সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করা নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।