মার্কিন নাগরিকত্ব বাতিল করেও মনোনয়ন পেলেন না জামায়াত প্রার্থী

মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রামের সাতটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকসহ ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মনোনয়ন যাচাই-বাছাই করেন।

শেষ দিনে যে সাতটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ও চট্টগ্রাম- ৯ (কোতোয়ালি-বাকলিয়া) ও চট্টগ্রাম-১০ (খুলশি), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা), চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক), চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন।

চট্টগ্রাম-৯ আসনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এ সিদ্ধান্ত জানান।

জানা গেছে, ডা. ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের বিষয়টি উপস্থাপন করলেও এর পক্ষে কোনো কাগজপত্র জমা দেননি। তিনি হলফনামায় দাবি করেন, গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

বাছাইয়ের সময় তিনি জানান, নাগরিকত্ব ত্যাগের আবেদন করা হয়েছে এবং সোমবার এ বিষয়ে শুনানি হবে। তবে এখনো দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আরও দেখুন

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের মেরুকরণ ঘটেছে। মঙ্গলবার (৬ …